প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2024 ইং
আইফোনে এল আরসিএসে বার্তা আদান-প্রদানের সুবিধা
আইওএস ১৮ অপারেটিং সিস্টেম ছাড়ার পরে আইফোনে যুক্ত হলো ‘রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস) মেসেজিং’ সুবিধা। ফলে এখন আইফোনেও অ্যান্ড্রয়েডের মতো রিচ টেক্সট ফরম্যাটের (আরটিএফ) বার্তা পাঠানো যাবে।
কয়েক বছর আগে খুদে বার্তা বা এসএমএসের একটি উন্নত সংস্করণ চালু করে গুগল। এ সুবিধার নাম দেওয়া হয়েছে ‘রিচ কমিউনিকেশন সার্ভিস’ বা আরসিএস। আরসিএস–সুবিধার মাধ্যমে ফোন থেকে এসএমএসের মাধ্যমে রিচ কনটেন্ট পাঠানো যায়। অর্থাৎ আরসিএস–সুবিধা চালু থাকলে স্মার্টফোন থেকে এসএমএসের মাধ্যমে বড় আকারের ফাইল সংযুক্তি হিসেবে পাঠানো যাবে। উচ্চমানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি অডিও বার্তাও পাঠানো যাবে। শুধু তা–ই নয়, আরসিএস চালু থাকলে প্রাপক এসএমএস পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে রিড রিসিটের মাধ্যমে। প্রাপক এসএমএস পড়লে বা দেখলে বার্তার পাশে দুই টিক চিহ্ন দেখা যাবে। বিনিময় করা বার্তায় ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানানো যাবে এবং গ্রুপ চ্যাটও করা যাবে। তবে অবশ্যই প্রাপকের স্মার্টফোনেও আরসিএস–সুবিধা চালু থাকতে হবে।আইওএস ১৮ অপারেটিং সিস্টেম ছাড়ার পরে আইফোনে যুক্ত হলো ‘রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস) মেসেজিং’ সুবিধা। ফলে এখন আইফোনেও অ্যান্ড্রয়েডের মতো রিচ টেক্সট ফরম্যাটের (আরটিএফ) বার্তা পাঠানো যাবে।
কয়েক বছর আগে খুদে বার্তা বা এসএমএসের একটি উন্নত সংস্করণ চালু করে গুগল। এ সুবিধার নাম দেওয়া হয়েছে ‘রিচ কমিউনিকেশন সার্ভিস’ বা আরসিএস। আরসিএস–সুবিধার মাধ্যমে ফোন থেকে এসএমএসের মাধ্যমে রিচ কনটেন্ট পাঠানো যায়। অর্থাৎ আরসিএস–সুবিধা চালু থাকলে স্মার্টফোন থেকে এসএমএসের মাধ্যমে বড় আকারের ফাইল সংযুক্তি হিসেবে পাঠানো যাবে। উচ্চমানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি অডিও বার্তাও পাঠানো যাবে। শুধু তা–ই নয়, আরসিএস চালু থাকলে প্রাপক এসএমএস পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে রিড রিসিটের মাধ্যমে। প্রাপক এসএমএস পড়লে বা দেখলে বার্তার পাশে দুই টিক চিহ্ন দেখা যাবে। বিনিময় করা বার্তায় ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানানো যাবে এবং গ্রুপ চ্যাটও করা যাবে। তবে অবশ্যই প্রাপকের স্মার্টফোনেও আরসিএস–সুবিধা চালু থাকতে হবে।আইওএস ১৮ অপারেটিং সিস্টেম ছাড়ার পরে আইফোনে যুক্ত হলো ‘রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস) মেসেজিং’ সুবিধা। ফলে এখন আইফোনেও অ্যান্ড্রয়েডের মতো রিচ টেক্সট ফরম্যাটের (আরটিএফ) বার্তা পাঠানো যাবে।
কয়েক বছর আগে খুদে বার্তা বা এসএমএসের একটি উন্নত সংস্করণ চালু করে গুগল। এ সুবিধার নাম দেওয়া হয়েছে ‘রিচ কমিউনিকেশন সার্ভিস’ বা আরসিএস। আরসিএস–সুবিধার মাধ্যমে ফোন থেকে এসএমএসের মাধ্যমে রিচ কনটেন্ট পাঠানো যায়। অর্থাৎ আরসিএস–সুবিধা চালু থাকলে স্মার্টফোন থেকে এসএমএসের মাধ্যমে বড় আকারের ফাইল সংযুক্তি হিসেবে পাঠানো যাবে। উচ্চমানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি অডিও বার্তাও পাঠানো যাবে। শুধু তা–ই নয়, আরসিএস চালু থাকলে প্রাপক এসএমএস পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে রিড রিসিটের মাধ্যমে। প্রাপক এসএমএস পড়লে বা দেখলে বার্তার পাশে দুই টিক চিহ্ন দেখা যাবে। বিনিময় করা বার্তায় ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানানো যাবে এবং গ্রুপ চ্যাটও করা যাবে। তবে অবশ্যই প্রাপকের স্মার্টফোনেও আরসিএস–সুবিধা চালু থাকতে হবে।আইওএস ১৮ অপারেটিং সিস্টেম ছাড়ার পরে আইফোনে যুক্ত হলো ‘রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস) মেসেজিং’ সুবিধা। ফলে এখন আইফোনেও অ্যান্ড্রয়েডের মতো রিচ টেক্সট ফরম্যাটের (আরটিএফ) বার্তা পাঠানো যাবে।
কয়েক বছর আগে খুদে বার্তা বা এসএমএসের একটি উন্নত সংস্করণ চালু করে গুগল। এ সুবিধার নাম দেওয়া হয়েছে ‘রিচ কমিউনিকেশন সার্ভিস’ বা আরসিএস। আরসিএস–সুবিধার মাধ্যমে ফোন থেকে এসএমএসের মাধ্যমে রিচ কনটেন্ট পাঠানো যায়। অর্থাৎ আরসিএস–সুবিধা চালু থাকলে স্মার্টফোন থেকে এসএমএসের মাধ্যমে বড় আকারের ফাইল সংযুক্তি হিসেবে পাঠানো যাবে। উচ্চমানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি অডিও বার্তাও পাঠানো যাবে। শুধু তা–ই নয়, আরসিএস চালু থাকলে প্রাপক এসএমএস পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে রিড রিসিটের মাধ্যমে। প্রাপক এসএমএস পড়লে বা দেখলে বার্তার পাশে দুই টিক চিহ্ন দেখা যাবে। বিনিময় করা বার্তায় ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানানো যাবে এবং গ্রুপ চ্যাটও করা যাবে। তবে অবশ্যই প্রাপকের স্মার্টফোনেও আরসিএস–সুবিধা চালু থাকতে হবে।আইওএস ১৮ অপারেটিং সিস্টেম ছাড়ার পরে আইফোনে যুক্ত হলো ‘রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস) মেসেজিং’ সুবিধা। ফলে এখন আইফোনেও অ্যান্ড্রয়েডের মতো রিচ টেক্সট ফরম্যাটের (আরটিএফ) বার্তা পাঠানো যাবে।
কয়েক বছর আগে খুদে বার্তা বা এসএমএসের একটি উন্নত সংস্করণ চালু করে গুগল। এ সুবিধার নাম দেওয়া হয়েছে ‘রিচ কমিউনিকেশন সার্ভিস’ বা আরসিএস। আরসিএস–সুবিধার মাধ্যমে ফোন থেকে এসএমএসের মাধ্যমে রিচ কনটেন্ট পাঠানো যায়। অর্থাৎ আরসিএস–সুবিধা চালু থাকলে স্মার্টফোন থেকে এসএমএসের মাধ্যমে বড় আকারের ফাইল সংযুক্তি হিসেবে পাঠানো যাবে। উচ্চমানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি অডিও বার্তাও পাঠানো যাবে। শুধু তা–ই নয়, আরসিএস চালু থাকলে প্রাপক এসএমএস পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে রিড রিসিটের মাধ্যমে। প্রাপক এসএমএস পড়লে বা দেখলে বার্তার পাশে দুই টিক চিহ্ন দেখা যাবে। বিনিময় করা বার্তায় ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানানো যাবে এবং গ্রুপ চ্যাটও করা যাবে। তবে অবশ্যই প্রাপকের স্মার্টফোনেও আরসিএস–সুবিধা চালু থাকতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ অণুবীক্ষণ