ঢাকা | বঙ্গাব্দ

পুড়ে পুড়ে আজ এই জায়গায় এসেছি: পরীমনি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2024 ইং
পুড়ে পুড়ে আজ এই জায়গায় এসেছি: পরীমনি ছবির ক্যাপশন: পুড়ে পুড়ে আজ এই জায়গায় এসেছি: পরীমনি
ad728
১৭ সেপ্টেম্বর পরীমনি ও শরীফুল রাজের বিবাহবিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে। দিনটিকে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পরী। সেখানে গত এক বছরে সন্তানকে নিয়ে পথচলায় দিনগুলোর স্মৃতিচারণা করেছেন তিনি।

স্ট্যাটাসের একাংশে পরী লিখেছেন, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের (ছেলে ও মেয়ে) নিয়ে জীবন উদ্‌যাপন করছি।’


১৭ সেপ্টেম্বর পরীমনি ও শরীফুল রাজের বিবাহবিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে। দিনটিকে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পরী। সেখানে গত এক বছরে সন্তানকে নিয়ে পথচলায় দিনগুলোর স্মৃতিচারণা করেছেন তিনি।

স্ট্যাটাসের একাংশে পরী লিখেছেন, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের (ছেলে ও মেয়ে) নিয়ে জীবন উদ্‌যাপন করছি।’


১৭ সেপ্টেম্বর পরীমনি ও শরীফুল রাজের বিবাহবিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে। দিনটিকে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পরী। সেখানে গত এক বছরে সন্তানকে নিয়ে পথচলায় দিনগুলোর স্মৃতিচারণা করেছেন তিনি।

স্ট্যাটাসের একাংশে পরী লিখেছেন, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের (ছেলে ও মেয়ে) নিয়ে জীবন উদ্‌যাপন করছি।’


নিউজটি আপডেট করেছেন : অণুবীক্ষণ

কমেন্ট বক্স