ঢাকা | বঙ্গাব্দ

গণপিটুনিতে হত্যা: ঢাবির তিন শিক্ষার্থী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2024 ইং
ঢাবির তিন শিক্ষার্থী আটক ছবির ক্যাপশন: ঢাবির তিন শিক্ষার্থী আটক
ad728
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:  ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদের মধ্যে দুজন হলেন—  পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন। তারা দুজনই ওই হলের আবাসিক শিক্ষার্থী। আটক অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ আটক ও মামলার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রক্টরিয়াল টিম তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তে পূর্ণ সহযোগিতা করছে।


এর আগে বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা করে ঢাবি প্রশাসন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : অণুবীক্ষণ

কমেন্ট বক্স